পঞ্চবার্ষিক পরিকল্পনাধীন ২০১১ সাল থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য বিশেষ সভার কার্যবিবরণী,সভার তারিখঃ ০৭-০৯-২০১১ খ্রীঃ, রোজ- বুধবার, সময়- পূর্বাহ্ন ১১.০০ টা ঘটিকা, সভার স্থানঃ ১নং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়, সভাপতি- সুপন চাকমা, চেয়ারম্যান, ১নং সাবেক্ষ্যং ইউপি।
ক্রম নং |
উপস্থিত সদস্য/গণ্যমান্য ব্যক্তি গনের |
পদবী |
স্বাক্ষর |
০১ |
মিসেস চন্দনা চাকমা |
সংরক্ষিত আসনের সদস্য,১,২,৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
০২ |
মিসেস খুকী রানী চাকমা |
সংরক্ষিত আসনের সদস্য, ৪,৫,৬নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
০৩ |
মিসেস চম্পা চাকমা |
সংরক্ষিত আসনের সদস্য, ৭,৮,৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
০৪ |
মি. পুতুল কান্তি চাকমা |
সদস্য, ১ নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
০৫ |
মি. রূপেশ চাকমা, সদস্য |
সদস্য, ২ নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
০৬ |
মি.আনন্দ শশী চাকমা |
সদস্য, ৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
০৭ |
মি.আদি শংকর চাকমা |
সদস্য, ৪ নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
০৮ |
মি.সমীরণ চাকমা |
সদস্য, ৫নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
০৯ |
মি.বৃষ কেতু চাকমা |
সদস্য,৬ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
১০ |
মি.শান্তি বিকাশ চাকমা |
সদস্য, ৭ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
১১ |
মি.শান্তি বিজয় চাকমা |
সদস্য, ৮নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
১২ |
মি.বিমল কান্তি চাকমা |
সদস্য, ৯ নং ওয়ার্ড- |
স্বাক্ষরিত |
১৩ |
মি.শান্তি জীবন চাকমা |
ইউনিয়ন পরিষদ সচিব |
স্বাক্ষরিত |
১৪ |
ত্রিদিপ কার্বারী |
গণ্যমান্য,বাকছড়ি মূখ |
স্বাক্ষরিত |
১৪ |
আদিত্য কার্বারী |
গণ্যমান্য,প.জাহানাতলি |
স্বাক্ষরিত |
১৭ |
বরুন চন্দ্র চাকমা |
প্র. শিক্ষক.হাজাছড়ি বে. প্রা.বিদ্যালয় |
স্বাক্ষরিত |
১৮ |
উদয়ন চাকমা |
গণ্যমান্য,বাকছড়ি মূখ |
স্বাক্ষরিত |
১৯ |
ইন্দ্র জ্যোতি খীসা |
প্র. শিক্ষক.বাকছড়ি মূখ সরকারি প্রা.বিদ্যালয় |
স্বাক্ষরিত |
২০ |
রবি চন্দ্র চাকমা |
সহশিক্ষক.বাকছড়ি মূখ সরকারি প্রা.বিদ্যালয় |
স্বাক্ষরি |
সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনাধীন এলজিএসপি প্রকল্পেরআওতায় ২০১১ সাল থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য বিভিন্ন খাত-ওয়ারী প্রকল্প গ্রহনের জন্য সভায় উপস্থাপন করেন। সভাপতি মহোদয়ের উপস্থাপনের আলোকে আগাম পরিকল্পনা ছাড়া দাপ্তরিক কোন কাজে সাফল্য আসেনা।সেহেতু জাতীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী আমাদের স্থানীয় সরকারের কর্ম দক্ষতায় ও উন্নয়ন পরিকল্পনায় অগ্রসর হয়ে এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উপস্থিত সকলের বিস্তারিত আলোচনায় ও মতামতের ভিত্তিতে বিভিন্ন খাত-ওয়ারী বর্তমান ইউপির মেয়াদকালে উপস্থিত সদস্যগণের উপস্থাপনের আলোকে ও পূর্বকাল ওয়ার্ড কমিটির রেকর্ডকৃত জনগুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ খাতওয়ারী গৃহীত হয়। গৃহীত প্রকল্পসমূহ সংশ্লিষ্ট অর্থবছরে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য সকলের সম্মতিক্রমে অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
পঞ্চবার্ষিক পরিকল্পনাধীন ২০১১ সাল থেকে ২০১৫-১৬ বিবিধ খাতে প্রকল্প সমূহের বিবরণ
২০১১-২০১২ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প সমূহ
১।পশ্চিম দেওয়ান পাড়া সিঁড়ি ঘাট হতে শান্তিধাম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা সংস্কার|
২।রনু কারবারি ও খামার পাড়ায় ০২টি নলকুপ স্থাপন
৩।বাকছড়ি পাড়া ও জাহানাতুলি পাড়ায় ০২টি নলকুপ স্থাপন
৪।মধ্যআদাম ও করল্যাছড়ি গ্রামে ০২টি নলকুপ স্থাপন
৫।সাবেক্ষ্যং করল্যাছড়ি মুখ হতে জয়সেন চাকমার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
৬।শনখোলা পাড়া ও মরাচেঙ্গী গ্রামে ০২টি নলকুপ স্থাপন
৭।১নং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদে আসবাবপত্র ক্রয়
৮।সাবেক্ষ্যং মুখ আলোরণ দেওয়ানের বাড়ি হতে শনখোলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার
৯।পশ্চিম জাহানাতুলি মৎস্য বাঁধ সংস্কার
১০।কেঙ্গালছড়ি হেডম্যান পাড়া বেসরকারী প্রাঃ বিদ্যালয়
১১। উত্তর মরাচেঙ্গী কিস্ঠরঞ্জন চাকমার বাড়ি হতে বাকছড়ি সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার
১২। বাকছড়ি নিরুপণ চাকমাদের বাড়ির পাশে টিউবওয়েল স্থাপন
১৩। মরাচেঙ্গী রঘুনাথ চাকমাদের বাড়ির পাশে টিউবওয়েল স্থাপন
১৪। বাকছড়ি সরকারী প্রাঃ বিদ্যালয়ের লেট্রিন সংস্কার
১৫। মরাচেঙ্গীমুখ মহিলা সমিতি উন্নয়ন
১৬।করল্যাছড়িগ্রামেওদক্ষিণমরাচেঙ্গীগ্রামেদুইটিনলকূপস্থাপন
১৭।।গাইন্দাছড়িউচ্চবিদ্যালয়েমাঠকাটা।
১৮।কেঙ্গালছড়িমেজরপাড়াবেসরকারিপ্রাথমিকবিদ্যালয়উন্নয়ন।
১৯।রিঝিবিলহতেরুনুকার্বারিপাড়াপর্যন্তরাস্তাসংস্কার
২০।ঢেবাছড়াহতেদেওয়ানছড়াপর্যন্তরাস্তাসংস্কার
২১।বেতছড়িমুখহতেশনখোলাপাড়াপর্যন্তরাস্তাসংস্কার
২০১১-২০১২ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে প্রকল্প সমূহ
০১। বেতছড়ি মূখ রেজিঃ প্রাঃ বিদ্যালয়ে মাঠ কাটা।
০২।চেঙ্গীভেলী সড়ক হতে মেজর পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার। ০৩। মরাচেঙ্গী প্রমোদ চন্দ্র তালুকদার জমি হতে মধ্য মরাচেঙ্গী রত্না বাপ বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
০৪।মধ্য মরাচেঙ্গী রত্না বাপ বাড়ি হতে উত্তর মরাচেঙ্গী হেম রঞ্জন চাকমার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।
০৫। উত্তর মরাচেঙ্গী হতে বাকছড়ি পর্যন্ত রাস্তা নংস্কার-
০৬। পশ্চিম জাহানাতলি হতে শ্রাবসত্মী ভাবনা কুটির পর্যন্ত রাস্তা সংস্কার-
০৭।উত্তর ফিরিঙ্গি পাড়া হতে বড়পুল পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার-
০৮। লাম্বাছড়া মূখ হতে চেঙ্গী নদী পর্যন্ত রাস্তা সংস্কার-
০৯। চেঙ্গী নদী পশ্চিম দেওয়ান পাড়া হতে পেড়াছড়া পর্যন্ত রাস্তা সংস্কার।
১০। দেওয়ান পাড়া হতে জাহানাতলী পর্যন্ত রাস্তা সংস্কার।
১১। উত্তর মরাচেঙ্গী বোট ঘাট হতে দক্ষিণ মরাচেঙ্গী পর্যন্ত রাস্তা সংস্কার।
১।বাকছড়ি মুখ বাজারে লেট্রিন নির্মান করণ।
২। বেতছড়ি মূখ বোট ঘাটের পাশ্বে ১টি যাত্রী ছাউনী নির্মাণ ।
২০১১-২০১২ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি খাতে প্রকল্প সমূহ
১।মরাচেঙ্গী প্রতিময় ঘাটে ১টি সিঁড়ি নির্মাণ।
২।দ.মরাচেঙ্গী স্কুল পাশে ১টি সিড়ি নির্মান।
৩। মরাচেঙ্গী অরণ্য কুটিরের ঘাটে সিড়ি নির্মান।
৪।দ.মরাচেঙ্গী বোট ঘাটে ১টি সিড়ি নির্মাণ।
৫।উ.মরাচেঙ্গী গ্রামে নালায় ১টি কালভার্ট নির্মান।
৬।মরাচেঙ্গী মধ্যপাড়ায় যাত্রী ছাউনী নির্মান।
৭।.শনখোলা পাড়া বিনয় রত্ন বৌদ্ধ বিহারে ৮ ঘোড়া ইঞ্জিন মোটর ৫০০ফুট নল পাইপ সরবরাহ।
৮। শনখোলা পাড়া রনু রজ্ঞন বাড়ি উত্তরে রাস্তায় পাকা সিঁড়ি নির্মান।
৯।মধ্য শনখোলা পাড়া ১০ পরিবারে জমি পানি সেচের জন্য ১২ ঘোড়া ইঞ্জিন পাম্প ও নল সরবরাহ ।
১০। শনখোলা পাড়া বিনয় রত্ন বৌদ্ধ বিহারের পূর্বে সিঁড়ি নির্মান।
১১।বড়পুল পাড়া জাংগমনি বাড়ির পশ্চিমে ফুট ব্রীজ নির্মান।
১২।শনখোলা পাড়ায় বনমালী বাড়ির পাশ্বে পাকা সিঁড়ি নির্মাণ।
২০১১-২০১২ এলজিএসপির বিভিন্ন খাতে প্রকল্প সমূহ
০১, ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ফলজ ও বনজ বৃক্ষ বনায়নের জন্য চারা সরবরাহ
০২. সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারী সমাজ উন্নয়নের জন্য সেলাই মেশিন ক্রয়।
০৩.আত্মসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থার উপর সক্ষমতা ও দক্ষতার জন্য যুব প্রশিক্ষণের কর্মশালা গ্রহণ।
০৪.সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন।
০৫.১নং সাবেক্ষ্যং ইউনিয়নে অবস্থিত বাজার উন্নয়ন ও সংস্কার ।
০৬. ইউনিয়ন পরিষদের সক্ষমতা ও কর্মদক্ষতা অর্জনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা।
০৭. সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ অফিসের ল্যাট্রিন, সিঁড়ি পুন: মেরামত ও অবকাঠামো উন্নয়ন ।
০৮।১নং সাবেক্ষ্যংইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র উন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ
০৯।১নং ওয়ার্ডে লাম্বাছড়া যামিনী চাকমার বাড়ির পাশ্বে ১টি,বাকছড়ি মূখ ললিত চন্দ্র বাড়ির পাশ্বে ১টি সহ মাট ০২টি নলকুপ
স্থাপন ও পরিবার পরিকল্পনা অফিসের পাশ্বে নলকূপ সংস্কার করন
১০।মরাচেঙ্গী অরণ্য এলাকায় গ্রামীণ যাতায়াতের সুবিধার্থে রাসত্মা কাটা
১১।৩ নং ওয়ার্ডে নোয়া পাড়া গুপ্ত বিহারী বাড়ির পাশ্বে ১টি নলকুপ ও উত্তর ফিরিঙ্গি পাড়া অমূল্য রতন বাড়ির পাশ্বে ১টিও বড়পুল পাড়া বিনোদ বিহারী বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকুপ স্থাপন-
১২।১নং ওয়ার্ডে বাকছড়ি মূখ সুবাহু চাকমার বাড়ির পাশ্বে ১টি,মরাচেঙ্গী মূখ কিরন মোহন চাকমার বাড়ির পাশ্বে ১টি ও কালাচোক্যা চাকমার বাড়ির পাশ্বে ১টি সহমোট ০৩টি নলকূপ স্থাপন
১৩।করল্যাছড়ি গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে ১টি নলকূপ,কমল কৃঞ্চ বাড়ির পাশ্বে ১টি,অমলেন্দু বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকূপ স্থাপন
১৪।এগারাল্যাছড়া ও করল্যাছড়ি মহন্ত চাকমা বাড়ির পাশ্বে ১টি কাঠের ব্রীজ নির্মাণ-
১৫।জাহানাতলি কমল কিষ্ট ঘাট হতে যৌথ খামার পর্যন্ত রাস্তা সংস্কার।
১৬।মধ্যআদম কৃষক সমবায় সমিতিতে সেচ যন্ত্র সরবরাহ করন-
১৭।পঃদেওয়ান পাড়া পাড়ায় নিহার বিন্দু বাড়ির পাশ্বে ১টি নলকুপ, পেড়ছড়া মন শান্তি বাড়ির পাশ্বে ১টি ও বেতছড়ি ১৮।সুমতি রঞ্জন বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকুপ স্থাপন
১৯।৭নং ওয়ার্ডে পঃ দেওয়ান পাড়ায় সুরবীর বাড়ির পাশ্বে ১টি নলকুপ, পঃজাহানাতলি গ্রামের দোকানের পাশ্বে ১টি ও পেড়াছড়া ননী গোপাল বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকুপ স্থাপন।
২০।রম্ননু কার্বারী পাড়ায় রাজ মোহন চাকমার জমি হতে শশী কান্ত চাকমার জমি পর্যন্ত নালা খনন
২১।কেঙ্গালছড়ি আর্মি ক্যাম্পের পশ্চিম পাশ্বে চলাচল রাস্তা সংস্কার-
২২।১নং সাবেক্ষ্যং ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কৃষি উপকরণের জন্য স্প্রেমেশিন সরবরাহ-
২০১২-২০১৩ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প সমূহ
০১. করল্যাছড়ি গ্রামে ও দক্ষিণ মরাচেঙ্গী গ্রামে ০২টি নলকূপ স্থাপন-
০২. গাইন্দাছড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠ কাটা-
০৩. কেঙ্গালছড়ি মেজর পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন-
০৪. সিলুন্যা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন-
০৫. রিঝিবিল হতে রুনু কার্বারী পাড়া পর্যন্ত রাস্তা সংষ্কার-
০৬. ঢেবাছড়া হতে দেওয়ানছড়া পাড়া পর্যন্ত রাস্তা সংষ্কার-
০৭. বেতছড়ি মূখ হতে শনখোলা পাড়া পর্যন্ত রাস্তা সংষ্কার-
০৮। পেড়াছড়ায় ০২টি নলকূপ স্থাপন
০৯। চেঙ্গী নদী হতে বেতছড়ি মূখ পর্যন্তরাস্তা সংস্কার-
১০। সাবেক্ষ্যং করল্যাছড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন-
১১। করল্যাছড়ি ও চংড়াহুত্যা ছড়ায় সাঁকো নির্মাণ- টঃ।
১২। এগারাল্যাছড়া কুটির উন্নয়ন-
১৩।ফিরিঙ্গি পাড়ার রাস্তার মূখ হতে শনখোলা পাড়া পর্যন্তরাস্তা সংস্কার-
১৪।বাকছড়ি মূখ গ্রামের অংশুমান ঘাট হতে ইউনিয়ন পরিষদ অফিস ch©šÍরাস্তা সংস্কার।
১৫।বেতছড়ি মূখ বৌদ্ধ বিহারের মাঠ কাটা।
২০১২-২০১৩ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে প্রকল্প সমূহ
১।বৃত্তহীন সমবায় সমিতির বাঁধ ভরাট করণ
২।চেঙ্গীনদীপশ্চিমদেওয়ানপাড়াহতেপেরাছড়াপর্যন্তরাস্তাসংস্কার।
৩।দেওয়ানপাড়াহতেজাহানাতলিপর্যন্তরাস্তাসংস্কার
৪।উত্তরমরাচেঙ্গীবোটঘাটহতেদক্ষিণমরাচেঙ্গীপর্যন্তরাস্তাসংস্কার
সাবেক্ষ্যংকরল্যাছড়িহতেএগারাল্যাছড়াপর্যন্তরাস্তাসংস্কার
বাকছড়িহতেকরল্যাছড়িমৃগরঞ্জনচাকমারজমিপর্যন্তরাস্তাসংস্কার
বেতছড়িমূখমনিচাকমারঘাটহতেশনখোলাপাড়াপর্যন্তরাস্তাসংস্কার
বেতছড়িমুখরেজি: প্রা: বিদ্যালয়েমাঠকাটা
চেঙ্গীভেলীসড়কহতেমেজরপাড়াবে:স: প্রাথমিকবিদ্য্যলয়পর্যন্তরাস্তাসংস্কার
মরাচেঙ্গীপ্রমোদচন্দ্রতালুকদারজমিহতেমরাচেঙ্গীরত্নাবাপবাড়িপর্যন্তরাস্তাসংস্কার
মধ্যমরাচেঙ্গীরত্নাবাপবাড়িহতেউত্তরমরাচেঙ্গীহেমরঞ্জনচাকমারবাড়িপর্যন্তরাস্তাসংস্কার
উত্তরমরাচেঙ্গীহতেবাকছড়িপর্যন্তরাস্তাসংস্কার
পশ্চিমজাহানাতুলিহতেশ্রাবস্তীভাবনাকূটিরপর্যন্তরাস্তাসংস্কার
উত্তরফিরিঙ্গীপাড়াহতেচেঙ্গীনদীপর্যন্তরাস্তাসংস্কার
লাম্বাছড়ামূখহতেচেঙ্গীনদীপর্যন্তরাস্তাসংস্কার
২০১২-২০১৩ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি খাতে প্রকল্প সমূহ
১।।শনখোলা পাড়া সম রজ্ঞন বাড়ির পশ্চিমে পাকা সিঁড়ি নির্মান।
২।। বাকছড়ি বটতলায় ১টি যাত্রী ছাউনি স্থাপন ।
৩।। ৪নং ওয়ার্ডে রিংস্লাব সরবরাহ করা
৪।।বাকছড়ি স.প্রা. বিদ্যালয় পাশে দীর্ঘ ৫০ফুট পাকা সিঁড়ি স্থাপন ।
৬।তুঙ্গ্যারাম চাকমার বাড়ির পাশে ১টি,হিরেন্দ্র চাকমার বাড়ির পাশে ১টি সহ ২টি নলকূপ স্থাপন ।
৭।।৪নং ওয়ার্ডে জমি চাষাবাদের জন্য সেচযন্ত্র সহ পাম্প মেশিন সরবরাহ ।
৮।।সিলুন্যা রেণু রজ্ঞন চাকমার বাড়ির পাশে ১টি,রতন বিকাশ চাকমার বাড়ির পাশে ১টিসহ ২টি নলকূপ স্থাপন ।
৯।। কজ মনি বাড়ী হতে শ্যামল বাড়ী পর্যন্ত ইট সিলিং রাস্তা সংস্কার।
২০১২-২০১৩ এলজিএসপির বিভিন্ন খাতে প্রকল্প সমূহ
১।।শনখোলা পাড়া স্কুল হতে মহাজন পাড়া বন বিহার পর্যন্তরাস্তাসংস্কার
২।করল্যাছড়ি গ্রামের অশোক বাড়ির পাশ্বে ১টি,জাহানাতলি মদন বাড়ির পাশ্বে ১টি ও জাহানাতলি সপ্রাবি এর পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকূপ স্থাপন।
৩। ৬নংওয়ার্ডে মধ্য আদামের সরকারি প্রাবি এর পাশ্বে ১টি নল কূপ,বিমলা রঞ্জন বাড়ির পাশ্বে ১টি ও নয়ন জীবন বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকূপ স্থাপন
৪। নিম্নকেঙ্গালছড়ি ৫ একর গজ্জা জমির উপর মাটি ভরাট করন
৫।লাম্বাছড়া মূখ হতে ১নং সাবেক্ষ্যং ইউপি কাউন্সিলের রাস্তা পর্যন্ত সংস্কার
৬।।দক্ষিণ মরাচেঙ্গী আনন্দ সিংহ চাকমার বাড়ি হতে ধৈলাছড়ি ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কার
৭।শনখোলা পাড়ায় পুত্ পুট্যা ক্লাবে সমাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য বিবিধ সরঞ্জাম সরবরাহ।
৮।৪নং ওয়ার্ডে বাকছড়ি গ্রামের নয়ন সুখ বাড়ির পাশ্বে ১টি নলকূপ ও সিলুন্যা পাড়া সুনন্দ বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০২টি নলকূপ স্থাপন-
৯।দেওয়ান ছড়া হতে মগাছড়া গ্রামীণ রাস্তা সংষ্কার-
১০।৭নং ওয়ার্ডে পেড়াছড়া রবিন চাকমার বাড়ির পাশ্বে ১টি নলকূপ ও পশ্চিম জাহানাতলি স্বপন চাকমার বাড়ির পাশ্বে ১টিসহ ৯।টি নলকূপ স্থাপন
১১। কেঙ্গালছড়ি রুনু কার্বারী পাড়ায় সুনীল চাকমার বাড়ির পাশ্বে ১টি নলকূপ ও বেতছড়ি সুভাষ বাড়ির পাশ ১টিসহ মোট ০২টি নলকূপ স্থাপন।
১২।উচ্চকেঙ্গালছড়ি হতে তারাছড়ি মূখ পর্যন্ত রাস্তা সংস্কার
১৩।ওয়েব পোর্টাল আপ টু ডেট করন,জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম,ইউনিয়নের তথ্যাদি কম্পিউটারে এন্ট্রি, সক্ষমতা ও দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্য বিষয়ক বিশুদ্ধ পানি ব্যবহার,স্যানিটেশন ও সামাজিক উদ্বুদ্ধ করন কর্মসূচী-
১৪।১নং সাবেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ
২০১৩-২০১৪ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প সমূহ
০১। মরাচেঙ্গী,বাকছড়ি এলাকা ও পশ্চিম জাহানাতলি এলাকা নয়ন জ্যোতি চাকমাগণের দোকানের পার্শ্বে ০৩টি নলকূপ স্থাপন-
০২। করল্যাছড়ি যাত্রী ছাউনী হতে ললিত মেম্বার রেজি প্রা: বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার-
০৩। রুনু কার্বারী পাড়ার অমিত্য রঞ্জন বাড়ি হতে রবীন্দ্র চাকমার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
০৪। বেতছড়ি বাজার লেট্রিন সংস্কার
০৫। শনখোলা পাড়ায় জ্যেতিক্ষ রঞ্জন চাকমাদের জমির উপর সেচ বাঁধ নির্মাণ-
০৬।বাকছড়ি গ্রামে ত্রিপুরা কান্তি চাকমাগণের জমির জমির উপর নালা খনন-
০৭।ভূতরেগা ছড়ায় নালা সংস্কার
০৮। মরাচেঙ্গী মূখ হতে পেড়াছড়া পর্যন্ত রাস্তা সংস্কার
০৯।লাম্বাছড়ার কৃষক সমবায় সমিতি উন্নয়ন-
১০।বেতছড়ি মূখ বৌদ্ধ বিহারেরমাঠ কাটা-
১১।ধুল্যাছড়ি ব্রিজ হতে বড় রাস্তামূখ ও বধিল বান্তি বাড়ির কাউন্সিল রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার-,
১২। শনখোলাপাড়া ও সাবেক্ষ্যং মহাজন পাড়ায়০২টি নলকূপ স্থাপন-
১৩। সিলুন্যা আনন্দ বৌদ্ধ বিহারউন্নয়ন-
১৩। সিলুন্যা আনন্দ বৌদ্ধ বিহারউন্নয়ন-
১৪।পশ্চিম জাহানাতলি আদিত্য জমির উপর নালা খনন
১৫।নিম্নকেঙ্গালছড়ি তীর্থ চন্দ্র খীসা জমির উপর মাটি ভরাট-
১৬।হাজাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন-
১৭। মরাচেঙ্গী মূখ ক্লাব উন্নয়ন
১৮।লাম্বাছড়া ফহ্রর ফুদোক মাঠ সংস্কার
২০১৩-২০১৪ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে প্রকল্প সমূহ
০১।৪নং ওয়ার্ডের চংড়াহুত্যা হতে ডাকঘর মোন পর্যন্ত রাস্তা সংস্কার
০২।এগারাল্যাছড়া হতে থলছড়াপর্যন্ত রাস্তা সংস্কার-
০৩।দেওয়ান পাড়া সিঁড়িঘাট হতে পেড়াছড়া পর্যন্ত রাস্তা সংস্কার-
০৪। পশ্চিম জাহানাতলি মৎস্য বাঁধ নির্মাণ।
০৫। মধ্যগ্রাম হতে দেওয়ান পাড়া নতুন রাস্তা নির্মাণ।
২০১৩-২০১৪ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি খাতে প্রকল্প সমূহ
১। জাহানাতলি মুখ পাকা সিড়ি পাশে যাত্রী ছাউনি স্থাপন করা।
২। জাহানাতলি উ:বি: ছাত্রাবাস হতে নলকূপ পর্যন্ত পাকা রাস্তা সংস্কার।
৩।জাহানাতলি চিত্তানন্দ বৌদ্ধ বিহারে ১টি পাকা গেইট স্থাপন।
৪। জাহানাতলি দুলাল বাড়ি পাশে ১টি পাকা সিড়ি ৮০ফুট লম্বা নির্মাণ।
৫। জাহানাতলি কিয়াং এর সিড়ি হতে মাঠ পর্যন্ত পাকা সিড়ি সংযুক্ত করন।
৬।মধ্যআদামের সরকারি রাস্তার উপর বিলাস কুমার জমির উপর বক্স কালভাট নির্মান।
৭।মগছড়া গ্রামে ঝর্ণাতে গাজী স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ।
৮। মধ্য আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ ও পশ্চিমে ওয়াল নির্মাণ।
৯। পশ্চিম জাহানাতলি দোকান ঘাটে যাত্রী ছাউনী নির্মাণ
২০১৩-২০১৪ এলজিএসপির বিভিন্ন খাতে প্রকল্প সমূহ
১। চেঙ্গী নদী হতে মরাচেঙ্গী পর্যন্ত রাস্তা সংস্কার-
২। মরাচেঙ্গী অরুন কান্তি চাকমার বাড়ি হতে লাম্বাছড়া গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার-
৩। ৪নং ওয়ার্ডে বাকছড়ি গ্রামে সুপক্ষ বাড়ির পাশ্বে ১টি,কালায়ন চাকমার বাড়ির পাশ্বে ১টি নলকূপ স্থাপন ও সপ্ত ইন্দু চাকমার বাড়ির পাশ্বে অকেজো রিং-ওয়েল সংস্কার করণ
৪। ৬নং ওয়ার্ডে মধ্যআদাম,দেওয়ানছড়া ও শীলবান গ্রামে পানির ফ্লাক্স/ড্রাম বিতরন
৫। ৭নং ওয়ার্ডে পশ্চিম দেওয়ান পাড়ায় বসত বাড়ির পাশ্বে ১টি ও পেড়াছড়া গ্রামে বসত বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০২টি
নলকূপ স্থাপন-
৬। রুনু পাড়া ৫.০০একর চুনু চাকমার জমি হতে সাধন মোহন চাকমার জমি পর্যন্ত নালা খনন-
০৭। উচ্চকেঙ্গালছড়ি গ্রামের জমির উপর বাঁধ ও নালা সংস্কার
৮। ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র উন্নয়নের জন্য পুন: নির্মাণ ও প্রয়োজনীয় উপকরন সরবরাহ
৯। সাবেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন গ্রামে ও সামাজিক প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা সরবরাহ-
১০। ৫নং ওয়ার্ডে জাহানাতলি গ্রামে কালামিয়া চাকমার বাড়ির পাশ্বে ১টি,করল্যাছড়ি বলি পাড়ার মাঝখানে ১টি ও জাহানাতলি গ্রামের শেষ সীমানায় রবীন্দ্র চাকমার বাড়ির পাশ্বে ১টিসহ মোট ০৩টি নলকূপ স্থাপন-
১১। ৩নং ওয়ার্ডে বিভিন্ন গ্রামে বেকার ও গরীব মহিলাদের নিকট আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসরবরাহ-
১২।১নং ওয়ার্ডে বাকছড়ি মূখ ২.০০একর জমির উপর মৎস্য বাঁধ পুনঃ নির্মাণ-
১৩।৪নং ওয়ার্ডে সিলুন্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কাটা
১৪। ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে বাকছড়ি বাজার উন্নয়ন।
১৫। কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন ফলজ চারা ও বীজ সরবরাহ।
১৬। ১নং ওয়ার্ডে বাকছড়ি মূখ ২.০০একর জমির উপর মৎস্য বাঁধ পুনঃ নির্মাণ-
১৭। ৪নং ওয়ার্ডে সিলুন্যা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কাটা
১৮। ৯নং ওয়ার্ডে করল্যাছড়ি ৫.০০ একর জমির নালা খনন ও বাঁধ সংস্কার-
২০১৪-২০১৫ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প সমূহ
০১। শনখোলপাড়া বিনয় রত্ন বৌদ্ধ বিহার উন্নয়ন ও সোলার স্থাপন।
০২। মরাচেঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন।
০৩। জাহানাতলি বৌদ্ধ বিহার উন্নয়ন ও সোলার স্থাপন।
০৪। দেওয়ান ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন।
০৫। রুনু কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন।
০৬। দায্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন।
০৭।পশ্চিম দেওয়ান পাড়া জিনপাল বৌদ্ধ বিহার উন্নয়ন ও সোলার
০৮। বাকছড়ি ক্লাব উন্নয়ন
০১। দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার
০২। মধ্যআদম ব্রীজ ও দেওয়ান পাড়া ব্রীজ উভয় পার্শ্বে মাটি ভরাট।
০৩। দোকান ঘাট হতে কাউন্সিলের রাস্তা পর্যন্ত সংস্কার।
০৪। বাকছড়ি থুম পাড়া হতে থলছড়া পর্যন্ত রাস্তা সংস্কার।
০৫। বাকছড়ি পশ্চিম দেওয়ান পাড়া জীনপাল বৌদ্ধ বিহারের মাঠ সংস্কার।
০৬। দক্ষিণ মরাচেঙ্গী হতে উত্তর ফিরিঙ্গি পাড়া রাস্তার মূখ পর্যন্ত রাস্তা সংস্কার।
০৭।উত্তর ফিরিঙ্গী পাড়ায় নলকূপ স্থাপন
০৮।রিঝিবিল খেজুর ঘাট হতে রনু কার্বারী পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার
০৯।পশ্চিম জাহানাতলী হতে ডলুছড়ি কুঠির পর্যন্ত রাস্তা সংস্কার
১০।ধল্যাছড়ি ব্রীজ হতে সোনা মা বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
১১।লাম্বাছড়া হতে যৌথ খামার পর্যন্ত রাস্তা সংস্কার
১২।থলছড়া কুঠির উন্নয়ন
১৩।করল্যাছড়ি উত্তর পাড়ায় নলকূপ স্থাপন
১৪।করল্যাছড়ি হতে দেওয়ান ছড়া পযর্ন্ত রাস্তা সংস্কার
১৫।হাজাছড়ি বে-সরকারি প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার
১৬।শনখোলা পাড়া বৌদ্ধ বিহারের মাঠ কাটা
১৭।চেঙ্গী ভেলী রাস্তা হতে ধার্য্যা পাড়া পযর্ন্ত রাস্তা সংস্কার
১৮।ইউপি কার্যালয়ের জংগল পরিষ্কার করণ
১৯।জ্যোতিক্ষ রঞ্জন চাকমাদের মৎস্য বাঁধ সংস্কার
২০।জাহানাতলী উচ্চ বিদ্যালয়ের জংগল পরিষ্কার করণ
২১।নিম্ন কেংগালছড়ি হতে উচ্চ কেংগালছড়ি পযর্ন্ত রাস্তা সংস্কার
২২।শনখোলা পাড়া হতে ধুল্যাছড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
২৩।পেড়াছড়া হতে মরাচেঙ্গী মুখ পর্যন্ত রাস্তা সংস্কার
২৪।চেঙ্গী নদী যাত্রী ছাউনী হতে জ্ঞানেন্দু বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার
২৫।বাজেছড়া হতে তাড়াছড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
২৬।বড়পুল পাড়ার মানবেন্দ্র চাকমাদের জমির নালা খনন
২৭।মরাচেঙ্গী পুলিন বিহারী চাকমার জমির নালা খনন
২৮।মহাজন পাড়া হতে নোয়া পাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার
২৯।মরাচেঙ্গী হতে বড় পেরা পর্যন্ত রাস্তা সংস্কার
৩০।শীলবন হতে মহাছড়া পর্যন্ত রাস্তা সংস্কার
৩১।রিঝিবিল হতে দোসর পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার
৩২।হাজাছড়ি হতে রামসুপারী পাড়া পযর্ন্ত রাস্তা সংস্কার
৩৩।রাঙ্গী পাড়া হতে করল্যাছড়ি পর্যন্ত রাস্তা সংস্কার
২০১৪-২০১৫ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে প্রকল্প সমূহ
১।ধুল্যাছড়ি রাস্তা মাথা হতে উত্তর ফিরিঙ্গি পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার ও বড়পুল পাড়া শাক্যমনি বৌদ্ধ বিহারে সোলার স্থাপন।
২।পশ্চিম দেওয়ান পাড়া হতে পশ্চিম জাহানাতলি পর্যন্ত রাস্তা সংস্কার ও বেতছড়ি পুরাতন পাড়া বৌদ্ধ বিহারে সোলার স্থাপন।
৩। উচ্চকেঙ্গালছড়ি কান্দ্রা কার্বারী পাড়া হতে তারাছড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও হাজাছড়ি কুঠিরে সোলার স্থাপন।
৪। বড়পুলপাড়া কিচিং হতে উত্তর ফিরিঙ্গ পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার ও মরাচেঙ্গী কুঠির ও থলছড়া কুঠিরে সোলার স্থাপন।
৫। বেতছড়ি সুমঙ্গল বৌদ্ধ বিহারের মাঠ উন্নয়ন।
৬। বাকছড়ি মূখ বৃত্তহীন সমবায় সমিতির মৎস্য চাষের জন্য বাঁধ সংস্কার করণ।
৭। উ. ফিরিঙ্গী পাড়া বিনোদ বিহারী বাড়ি হতে বড়পুল পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।
২০১৪-২০১৫ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি খাতে প্রকল্প সমূহ
১।প: জাহানাতলি দোকান ঘাটে ১টি যাত্রী ছাউনি নির্মাণ।
২। প:দেওয়ান পাড়া সিড়ি ঘাটের পাশে ১টি যাত্রী ছাউনি।
৩।প: দেওয়ান পাড়া ৮.০০ একর জমির ওপর ১টি ড্রেন নির্মাণ।
৪।প.জাহানাতলি নিউইয়ং সেপাটিং ক্লাবের জন্য আসবাবপত্র সরবরাহ।
৫।পেরাছড়া গ্রামে ১টি সিড়ি নির্মাণ।
৬।শ্রাবস্তী বন ভাবনা কুটিরের জন্য ১টি জেনারেটর সরবরাহ।
৭।রুনু কার্বারী পাড়ায় মোটর ও জেনারেটর সহ গভীর নলকূপ স্থাপন।
৮।হেডম্যান পাড়ায় মাঝখানে ১টি বক্সকালভার্ট।
৯।মেজর পাড়ায় বেসরকারী প্রা: বিদ্যালয়ের মাঠে ১টি সাইট ওয়াল নির্মান।
১০।. রনু কার্বারী পাড়ায় ১টি রিংওয়েল নির্মান।
১১।হেডম্যান পাড়া দোকানের পাশে ১টি স্যানেটিশন নির্মান।
১২।শান্তিধাম বৌদ্ধ বিহারের পাশে গভীর নলকূপ স্থাপন।
১৩। শান্তিধাম বৌদ্ধ বিহারে ১টি স্যানেটিশন নির্মান।
১৪।নিম্ন কেঙ্গালছড়ি দোকানের পাশে ১টি গভীর নলকূপ স্থাপন।
২০১৪-২০১৫ এলজিএসপির বিভিন্ন খাতে প্রকল্প সমূহ
১।বাকছড়ি মূখ গ্রামে স্বল্প আয়ের কৃষকদের নিকট চাষাবাদের জন্য পাম্প মেশিন ও স্প্রেমেশিন সরবরাহ
২।মধ্যআদামের নবনির্মিত স.প্রা.বি.সামনে লোহার দরজা নির্মাণ ও বসতবাড়ির পাশে ১টি নলকূপ স্থাপন।
৩। দেওয়ানছড়া গ্রামীণ যাতায়াতের ভাঙ্গা রাস্তার উপর মাটি ভরাট।
৪। ৫নং ওয়ার্ডে জাহানাতলি গ্রামের ১৫ একর কৃষি জমির নালা খনন।
৫। ৩নং ওয়ার্ডে কৃষকদের নিকট স্প্রেমেশিন সরবরাহ ও শনখোলা পাড়া রিপন চাকমাদের বসত বাড়ির মাঝখানে ১টি নলকূপ স্থাপন।
৬। বেতছড়ি বসতবাড়ির পাশে ১টি নলকূপ ও নিম্নকেঙ্গালছড়ি দোকানের পাশে ১টি নলকূপ স্থাপন।
৭। ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে গ্রামীণ যাতায়াত ব্যবস্থায় খেয়াঘাট পারাপারের জন্য নৌকা সরবরাহ ও পশ্চিম দেওয়ান পাড়া শুভময় বাড়ির পাশ্বে ১টি নলকূপ স্থাপন।
৮।২নং ওয়ার্ডে বিভিন্ন গ্রামের বেকার মহিলাদের নিকট সেলাই মেশিন সরবরাহ করণ।
৯। ৯নং ওয়ার্ডে কান্দ্রাকার্বারী পাড়ায় স্বল্প আয়ের কৃষকদের নিকট চাষাবাদের জন্য পাম্প মেশিন ও বেকার মহিলাদের নিকট সেলাই মেশিন সরবরাহ।
১০। রিঝিবিল গ্রামের বসতবাড়ির পাশ্বে ২টি নলকূপ স্থাপন।
১১। লাম্বাছড়া মূখ হতে মরাচেঙ্গী গ্রাম পর্যন্ত ২কি.মি.রাস্তা সংস্কার।
১২। থলছড়া হতে সাবেক্ষ্যং বুদ্ধ রঞ্জন বাড়ি পর্যন্ত ২কি.মি. রাস্তা সংস্কার।
১৩। রুনুপাড়া ব্রজমোহন বসত বাড়ি হতে বাঘমারা কিচিং পর্যন্ত ৩কি.মি. রাস্তা নির্মাণ।
১৪। ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন গ্রামে বৃক্ষরোপনের জন্য ফলজ ও বনজ চারা সরবরাহ
১৫। উচ্চকেঙ্গালছড়ি গ্রামে যাতায়াত ব্যবস্থার জন্য ২টি স্থানে জমির উপর মাটি ভরাট
১৬। বেতছড়ি পাড়ায় মাঝখানে ১টি গভীর নলকূপ স্থাপন। ২০১৫-২০১৬ ২০১৫-২০১৬ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) খাতে প্রকল্প সমূহ
১। শনখোলা পাড়া জ্যোতিক্ষ রজ্ঞন জমির দু ধারে মাটি ভরাট করন।
২।চেঙ্গী নদী হতে মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও মরাচেঙ্গী কুঠিরে সোলার স্থাপন।
৩।মধ্যআদাম যত্ন কুমার চাকমাদের মৎস্য বাঁধ সংস্কার।
৪।বড়পুল পাড়া মানবেন্দ্র চাকমাদের জমির উপর নালা খনন।
৫।উত্তর ফিরিঙ্গি পাড়া হতে বড়পুলপাড়া রাস্তার মূখ পর্যন্ত রাস্তা সংস্কার।
৬। ৯নং ওয়ার্ডে করল্যাছড়ি জমির উপর নালা খনন।
৭। বাকছড়ি মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কাটা। ১নং ওয়ার্ড,
৮। ধুল্যাছড়ি ব্রিজ হতে মন মোহন বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। ২নং ওয়ার্ড,
৯। সাবেক্ষ্যং মূখ মহাজন পাড়া বনবিহার উন্নয়ন। ৩নং ওয়ার্ড,
১০। শনখোলা পাড়া বিনয় রত্ন বৌদ্ধ বিহার উন্নয়ন। ৩নং ওয়ার্ড,
১১। সিলুন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন। ৪নং ওয়ার্ড,
১২। জহানাতলি পাড়া কেন্দ্র উন্নয়ন। ৫নং ওয়ার্ড,
১৩। জহানাতলি সূচনা বাপ বসত বাড়ির পাশ্বে ১টি নলকূপ স্থাপন। ৫নং ওয়ার্ড,
১৪। দেওয়ান পাড়ার গ্রামীণ যাতায়াতের জমির উপর মাটি ভরাট। ৬নং ওয়ার্ড,
১৫। পশ্চিম দেওয়ান পাড়ায় বসত বাড়ির মাঝখানে ১টি নলকূপ স্থাপন। ৭নং ওয়ার্ড,
১৬। পশ্চিম দেওয়ান পাড়া জিন পাল বৌদ্ধ বিহার উন্নয়ন। ৭নং ওয়ার্ড,
১৭। বেতছড়ি পুরাতন পাড়া বৌদ্ধ বিহার উন্নয়ন। ৮নং ওয়ার্ড,
১৮। দায্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন। ৯নং ওয়ার্ড,
১৯।পশ্চিম মরাচেঙ্গী মূখ রত্নসিংহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে ১টি ও করল্যাছড়ি কালাধর বাড়ির পাশ্বে ১টি
নলকূপ স্থাপন। ৭নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড,
২০। বাকছড়ি গ্রাম হতে এগারাল্যাছড়া যাতায়াতের রাস্তা সংস্কার,৪নং ওয়ার্ড।
২১। পেরাছড়া হতে গাদমুরা রাস্তা কাটা,৭নং ওয়ার্ড।
২২। মরাচেংগী মূখ হতে পেরাছড়া রাস্তা কাটা,৭নং ওয়ার্ড।
২০১৫-২০১৬ অর্থবছরে-গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) খাতে প্রকল্প সমূহ
১। বাজেছড়া গ্রাম হতে কান্দ্রা কার্বারী পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ,৯নং ওয়ার্ড।
২। রিঝিবিল পাড়া হতে রুনু কার্বারী পাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার,৭,৮নং ওয়ার্ড।
৩। চেঙ্গীভেলী সড়ক হতে ধুল্যাছড়ি জমি পর্যন্ত রাস্তা নির্মাণ, ৮নং ওয়ার্ড।
৪। বড়পুল পাড়া শাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের মাঠ কাটা ও মাটি ভরাট,৩নং ওয়ার্ড,।
২০১৫-২০১৬ বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি খাতে প্রকল্প সমূহ
১। বেতছড়ি পুরাতন কিচিং এর পশ্চিম পাশ্বে জমির খালের উপর বক্স কালভার্ট নির্মাণ।
২।.ধার্য্যাপাড়া বেসরকারী প্রা. বিদ্যালয়ে স্যানিটারী ল্যাট্রিন নির্মান।
৩। উচ্চ কেঙ্গালছড়ি গ্রামে পাওয়ার টিলার সরবরাহ।
৪। হাজাছড়ি বেসরকারী প্রা. বিদ্যালয় পুনঃসংস্কার।
৫। উচ্চ কেঙ্গালছড়ি গ্রামে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ।
৬।বিভিন্ন প্রা. বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ।
৭।বাজেছড়া গ্রামে ৩টি রিংওয়েল স্থাপন।
৮।প:দেওয়ান পাড়া সিড়ি ঘাটের পাশে ১টি যাত্রী ছাউনি।
৯।প: জাহানাতলি দোকান ঘাটে ১টি যাত্রী ছাউনি নির্মাণ।
১০।প.জাহানাতলি নিউইয়ং সেপাটিং ক্লাবের জন্য আসবাবপত্র।
১১। পশ্চিম জাহানাতলি দোকান ঘাটে যাত্রী যাত্রী
১২। নিগিরা চন্দ্র জমির ওপর ১টি ড্রেন নির্মাণ।
২০১৫-২০১৬ এলজিএসপির বিভিন্ন খাতে প্রকল্প সমূহ
০১। ৯নং ওয়ার্ডে উচ্চকেঙ্গালছড়ি ১০.০০ একর জমির নালা খনন ও বাঁধ সংস্কার।
০২। ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন গ্রামে সিলাই মেশিন সরবরাহ।
০৩।সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন গ্রামে বেকার মহিলাদের সিলাই মেশিন প্রশিক্ষন কর্মশালা
ও ইউনিয়ন পর্যায়ে ডাটা এন্ট্রি করণ।
০৪। করল্যাছড়ি বসতবাড়ির পাশে ১টি,মধ্যআদাম বসতবাড়ির পাশে ১টি,বাকছড়ি বসতবাড়ির পাশে ১টি ও জাহানাতলি
বসতবাড়ির পাশে ১টি নলকূপসহ মোট ৫টি নলকূপ স্থাপন-৪,৫,৬নং ওয়ার্ড।
০৫। উত্তর মরাচেঙ্গী মনসুখ বাড়ি হতে সাবেক্ষ্যং করল্যাছড়ি পর্যন্ত ২.৫ কি.মি.রাস্তা সংস্কার।২নং ওয়ার্ড।
০৬। কেঙ্গালছড়ি হেডম্যানপাড়া প্রাথমিক বিদ্যালয় হতে হাজাছড়ি পর্যন্ত ২কি.মি.রাস্তা নির্মাণ।৮,৯নং ওয়ার্ড।
০৭। মাও শিশু স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ।
০৮। সাবেক্ষ্যং ইউনিয়নের ডিজিটাল সেন্টারে সৌরবিদ্যুতের জন্য সোলার প্যানেলের যন্ত্রাংশ ও কম্পিউটারের দ্র্রব্যসামগ্রীসহ
প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।
০৯। কৃষি উন্নয়নের জন্য ফলজ চারা সরবারাহ- ৮নং ও ৯নং ওয়ার্ড।
১০।৯নং ওয়ার্ডে বাজেছড়া গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পানির হাউস নির্মাণ ও পাইপ সরবরাহ।
১১।সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন।
১২।১নং সাবেক্ষ্যং ইউনিয়নে অবস্থিত বাজার উন্নয়ন ও সংস্কার ।
১৩। বাকছড়ি মুখ বাজারে স্যানিটারি ল্যাট্রিনসমূহ সংস্কার করন।
১৪। ৪নং ওয়ার্ডে রিংস্লাব সরবরাহ করা
১৫। বাকছড়ি বটতলায় ১টি যাত্রী ছাউনি স্থাপন করা
১৬। বাকছড়ি স.প্রা. বিদ্যালয় পাশে দীর্ঘ ৫০ফুট পাকা সিঁড়ি স্থাপন করা১. ৪নং ওয়ার্ডে জমি চাষাবাদের জন্য সেচযন্ত্র সহ
পাম্প মেশিন সরবরাহ করণ।
উপরোল্লিখিত গৃহীত প্রকল্প সমূহ পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীন ২০১১ সাল থেকে ২০১৫-১৬ খ্রি: মধ্যে প্রকল্প সমূহঅগ্রাধিকার ভিত্তিতে জনস্বার্থে বাস্তবায়নের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষের নিকট সদয় জ্ঞাতার্থে ও বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত গুহীত হয়।
পরিশেষে আরও কোন আলোচনা নাথাকাতে সভাপতি মহোদয় উপস্থিত সকলের সুখ সমৃদ্ধি কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।
স্বাক্ষরিত/(সুপন চাকমা)
সভাপতি/ চেয়ারম্যান
১নং সাবেক্ষ্যং ইউপি
নানিয়ারচর,রাঙ্গামাটি।
স্মারক নং-সাইউপি/২০১১/৭৫(৩) তারিখ-০৭-০৯-২০১১ খ্রিঃ।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুলিপি প্রেরণ করা হল।
০১। চেয়ারম্যান,উপজেলা পরিষদ,নানিয়ারচর রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০২। উপজেলা নির্বাহী অফিসার,নানিয়ারচর রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৪। সংরক্ষণ নথি।