Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাজেট

         

          গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার১নং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়

  নানিয়ারচর,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

 

২০১- ২০২০ অর্থ  বছরে উন্মুক্ত বাজেট সভার  কার্য্যবিবরণী, ২০১ খ্রি:,সভার স্থানঃ  ১নং সাবেক্ষ্যং ইউপি কার্যালয়,

তারিখ- ২৩/০/২০১ খ্রি:, রোজ- বৃহস্পতিবার, অপরাহ্ণ- ১.০০ ঘটিকা,সভাপতি-সুপন চাকমা, চেয়ারম্যান,সাইউপি।

 

ক্রম নং

উপস্থিত সদস্য/গণ্যমান্য ব্যক্তি গনের

            পদবী

     স্বাক্ষর

০১

মিসেস রত্ন চাকমা

সংরক্ষিত আসনের সদস্য,১,২,৩ নং ওয়ার্ড

 স্বাক্ষরিত

০২

মিসেস রুমি চাকমা

সংরক্ষিত আসনের সদস্য, ৪,৫,৬নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

০৩

মিসেস চম্পা চাকমা

সংরক্ষিত আসনের সদস্য, ৭,৮,৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

০৪

মি.রতন দ্বীপ চাকমা

 সদস্য, ১ নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

০৫

মি.রিপেন চাকমা, সদস্য

সদস্য, ২ নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

০৬

মি.জীবন আলো চাকমা

 সদস্য, ৩ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

০৭

মি. শিশিরময় চাকমা

 সদস্য, ৪ নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

০৮

মি.চিরনজীব চাকমা

সদস্য, ৫নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

০৯

মি.বৃষ কেতু চাকমা

সদস্য,৬ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

১০

মি.তমময় চাকমা

সদস্য, ৭ নং ওয়ার্ড

স্বাক্ষরিত

১১

মি.উত্তম প্রিয় চাকমা

সদস্য, ৮নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

১২

মি.রিপন চাকমা

সদস্য, ৯ নং ওয়ার্ড-

স্বাক্ষরিত

১৩

মি.শান্তি জীবন চাকমা

ইউনিয়ন পরিষদ সচিব

স্বাক্ষরিত

১৪

শুভময় চাকমা

গন্যমাণ্য ব্যক্তি,পশ্চিম দেওয়ান পাড়া

স্বাক্ষরিত

১৫

মি.কর্ণ জ্যোতি চাকমা

গন্যমাণ্য ব্যক্তি,পশ্চিম দেওয়ান পাড়া

স্বাক্ষরিত

১৬

মি. ইন্দ্র জ্যোতি খীসা

প্রধান শিক্ষক,বাকছড়ি মূখ,সপ্রাবি

স্বাক্ষরিত

১৭

মি. ত্রিদিব খীসা

কার্বারী, বাকছড়ি মুখ

স্বাক্ষরিত

১৮

মি. অসীম চাকমা

কার্বারী, কান্দ্রা কার্বারী পাড়া

স্বাক্ষরিত

১৯

মি. জয় কৃঞ্চ তালুকদার

প্রাক্তন ইউপি সদস্য,৮নং ওয়ার্ড,

স্বাক্ষরিত

২০

মি. উদয়ন চাকমা

দফাদার, ১নং সাবেক্ষ্যং ইউনিয়ন

স্বাক্ষরিত

২১

মি. রিপন চাকমা

মহল্লাদার, ৩নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২২

মি. জ্যানশন চাকমা

মহল্লাদার, ১নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২৩

মি. কুবলয় চাকমা

মহল্লাদার, ৫নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২৪

মি.অনিল জ্যোতি চাকমা

মহল্লাদার, ৯নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২৫

মি.জ্বলেন্ত চাকমা

মহল্লাদার, ২নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২৬

মি.শান্তি বিকাশ তালুকদার

মহল্লাদার, ৮নং ওয়ার্ড

স্বাক্ষরিত

২৭

মি.অতুল তালুকদার

মহল্লাদার, ৬নং ওয়ার্ড

স্বাক্ষরিত

 

সভার প্রারম্ভে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে চলতি মেয়াদে ২০১৯-২০ অর্থবছর হতে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত মেয়াদ কালের ৩য় বাজেট সভার কাজ আরম্ভ করেন। ইউপি অধ্যাদেশ বিধিমালা অনুসরণ করে ইউপি ব্যয়ভার বহনের জন্য তহবিল গঠন করার উদ্দেশ্যে সম্ভাব্য আয়ের উৎস হতে ট্যাক্স আদায় করার জন্য সভাপতি মহোদয় সভায় উপস্থাপন করেন। আগামী ২০১৯-২০২০ অর্থ বছরে এলাকা উন্নয়ন মূলক পরিকল্পনা সম্পাদনের নিমিত্তে সকল ওয়ার্ড সদস্য ও সচেতন নাগরিকগণের ঐকান্তিক সহযোগিতা এবং স্বদিচ্ছা থাকা প্রয়োজন। বিস্তারিত আলোচনায় বসত বাড়ির ট্যাক্স ইউনিয়ন পরিষদে স্থায়ী আয় হিসাবে চলতি অর্থ বছরের ন্যায় সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রাম পুলিশগণ বসতবাড়ির ট্যাক্স যথারীতি আদায় করবেন।উল্লেখ্য যে,চলতি বছরের

                                                                          ০১                                                  

                                                                               

                                                                                                                  ০২

আয়ের অনুপাতে ১৫০০পরিবার হতে ১০০/০০টাকা হিসাবে গড়  হিসাব করে হোল্ডিং ট্যাক্সের আয় নিশ্চিত করার জন্য বাজেটে নির্ধারণ করা হবে।সেই লক্ষ্যে সভাপতি মহোদয় ট্যাক্স আদায়ের বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগীতা প্রদানের জন্য সকলের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করে নিম্নের প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের নিমিত্তে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার,নানিয়াচর,রাঙ্গামাটি মহোদয়ের বরাবরে প্রেরণের জন্য উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

২০১- ২০২০ অর্থ বছরের জন্য প্রস্তাবিত সাবেক্ষ্যং ইউপি ট্যাক্স:

১.জাতীয়তা সনদপত্র (স্থায়ী/ অস্থায়ী/ চারিত্রিক নাগরিকত্ব)-    ৩০.০০  টাকা

২.জন্ম/মৃত্যু সনদ- Bris Online হতে বাংলায় ও ইংরেজীতে- সরকারি পরিপত্রের নির্দেশমতে ২৫.০০,৫০.০০,১০০.০০টাকা,

                      

৩.ওয়ারিশ নামার উত্তরাধিকার তদন্ত প্রতিবেদন/সনদপত্র-       ৩০০.০০    টাকা

৩.ব্যবসায়িক লাইসেন্স-   ১ম শ্রেণী-৩০০.০০ টাকা, ২য় শ্রেণী- ২০০.০০ টাকা, ৩য় শ্রেণী- ১০০.০০ টাকা,                

৪.যানবাহন রেজিষ্ট্রেশন/ লাইসেন্স-(ক) জলজ (কান্ট্রি বোট) বড়-৭০০.০০ টাকা,মাঝারি- ৫০০.০০ টাকা,ছোট-  ৪০০.০০ টাকা।                      (খ) (স্থল)-বেবী টেক্সি/ সি.এন.জি- মালিকদের নিকট হতে বাৎসরিক ট্যাক্স-                     ৭০০.০০ টাকা।

                     (খ)_স্থল) ট্রাক,জীপ/মিনিবাস/মাইক্রো ও অন্যান্য বহনকারী ব্যাবসায়ী হতে বাৎসরিক ট্যাক্স- ১০০০.০০ টাকা।

৫. মামলা ফিস- (৪.০০ টাকা দেওয়ানী, ২.০ টাকা ফৌজদারী (ইউপি প্রশিক্ষণ ম্যান্যুয়েল)

                                   প্রস্তাবিত অনুসাঙ্গিক খরচ মিটানোর জন্য- ৫০০.০০ টাকা।

৬. হোল্ডিং ট্যাক্সঃ (ক)বসতবাড়ি মালিকদের আয় ও প্রতিষ্ঠিত ঘর গঠন মোতাবেক বাৎসরিক-২০০/০০,১০০/০০ টাকা।

 (খ) ভূমির উপর কর বাৎসরিক একরে ৫.০০ টাকা এবং ভূসম্পত্তি ক্রয়-বিক্রয়ের উপর- ১% টাকা।

                       (গ) যেকোন উন্নয়নমূলক কাজের উপর কর- ২% টাকা।

৭. উৎপাদিত দ্রব্যের উপর ট্যাক্সঃ

ক) কাঠ-(জাতি) প্রতি ফুট ৫.০০ এবং লালি কাঠ-৩.০০ এবং লাকড়ি প্রতিমণ-০.৫০ টাকা,(প্রতি গাড়ি-১০০০/০০টাকা)।

           (খ)বাঁশ- বড় প্রতিশত ৫০.০০ এবং ছোট প্রতিশত ২০.০০ টাকা,(প্রতি গাড়ি-৫০০/০০টাকা)।

           (গ)ফল জাতীয়- কলা, কমলা, জাম্বুরা, পেঁপে, ইত্যাদি প্রতি গাড়ি- ৩০০.০০ টাকা

           (ঘ) আদা, হলুদ প্রতি মণ-১০.০০(বস্তা প্রতি-২০.০০টাকা)।

           (ঙ) সকল জাতীয়- পশু বিক্রয়- ৩% টাকা।

           (চ) কেসকি মাছের জালের উপর  বাৎসরিক- বড় জাল -৫০০.০০ এবং ছোট জাল- ৩০০ টাকা।

          (ছ) সকল প্রকার মাছ- প্রতি ড্রাম ব্যবসায়ী হতে-১০.০০ টাকা।

উল্লি­খিত  বাজেট  যথাযথ কর্তৃপক্ষ মহোদয়ের  অনুমোদিত হলে ট্যাক্স আদায়ের  প্রয়োজনীয়  সার্বিক সহযোগীতা প্রদানের  জন্য      উপস্থিত সকলের নিকট সভাপতি মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করেন।

পরিশেষে আরও কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।                                                                                                                                                                               

 

 

 

                                                                                                                  

                                                                                                          তাং-২৩/০৫/২০১৯ খ্রিঃ

                                                                                                                  সভাপতি

                                                                                                      সাবেক্ষ্যং ইউপি বাজেট সভা

স্মারক নং- সাইউপি/২০১৯/          (৪২)                     তাং- ২৩/০৫/২০১৯ খ্রিঃ

সদয় অবগতি ও অনুমোদনের জন্য অনুলিপি প্রেরণ করা হল।

১। মাননীয় জেলা প্রশাসক,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নানিয়ারচর,রাঙ্গামাটি পার্বত্য জেলা। 

৩।সংরক্ষন নথি ।